Recents in Beach

BANGLADESH ALL NEWS


৩ বছরের শিশুর গুলিতে গুরু

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা নতুন কিছু নয়। কিন্তু মিচিগানে যে বন্দুকবাজের খবর সামনে এল, তার বয়স মাত্র তিন বছর।
তার চালানো সেই বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়েছে দুটি শিশু।  
এই মর্মান্তিক ঘটনার পরে পুলিশ শিশুটির বাবা-মাকে গ্রেফতার করেছে। একটি শিশুর হাতের নাগালে ভয়ঙ্কর মারণাস্ত্র কেন রেখে দেওয়া হল, সেই নিয়েও প্রশ্ন উঠছে।  
জানা গেছে, মিচিগানের ডিয়ারবর্নে থাকেন ইউব্যাঙ্কস দম্পতি সামান্থা ও টিমোথি। সামান্থা নিজেদের বাড়িতে একটি ছোট ক্রেস চালাতেন। ঘটনার দিন সকালে তিনি আচমকাই বাড়ির উপরের তলায় খুব গোলমালের শব্দ শুনতে পান। ছুটি গিয়ে ওপরে যেতেই বন্দুক হাতে তাদের ৩ বছরের শিশুটিকে দেখতে পান সামান্থা। ততক্ষণে সে খেলার ছলে বন্দুক চালিয়ে দিয়েছে। তার বন্দুকের গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছে দু’টি শিশু।
এই ঘটনাটা ঘটেছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে। অবশেষে বৃহস্পতিবারে সামান্থা ও টিমোথির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই ক্রেসটিও তারা বিনা লাইসেন্সে চালাতেন। তবে তার থেকেও অনেক বেশি গুরুতর অভিযোগ, ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র শিশুর নাগালে রাখা। অপরাধী সাব্যস্ত হলে দু’জনেরই ১০ বছরের জেল হতে পারে। তর আহত আরও ২ শিশু

Post a Comment

0 Comments